শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে আরও পাচঁজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে দুই জন নারী বাকি তিনজন পুরুষ।
সোমবার (২৮জুন) বিকাল ৪টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মওদুদ আদনান এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার হাসপাতালে ১৯ জনের নমুনার র্যাপিড অ্যান্টিজেন টেষ্ট করা হয়। এর মধ্যে ৫ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। বাকি ১৪ জনের নমুনা বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ নিয়ে উপজেলা সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৮০ জন। মারা গেছেন ১৩ জন। বর্তমানে চিকিৎসাধীণ রয়েছেন ২৬ জন।
তিনি সবাইকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।