শেরপুর ডেস্কঃ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনে মানুষের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাফেরা নিয়ন্ত্রণ এবং জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস চালু থাকবে। মুভমেন্ট পাস ছাড়া কাউকে বের হতে দেবে না পুলিশ। এবার অতীতের চেয়ে কঠোর হবে পুলিশ। পাড়া-মহল্লার মোড়ে মোড়ে থাকবে পাহারা।
আজ শনিবার (২৬ জুন) মুভমেন্ট পাসের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর বৈঠক করে নির্দেশনা জারি করবে।
মুভমেন্ট পাস ছাড়া বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে মাঠে থাকা ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিবে।