শেরপুরনিউজ২৪ডটনেটঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি নিদের্শনা অমান্য করায় বগুড়ার শেরপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪জুন) রাত ৮টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
অভিযানে তিন ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, স্বাস্থ্যবিধি না মানলে এবং সরকারি নিদের্শনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।