শেরপুরনিউজ২৪ডটনেটঃ বর্তমানে আমেরিকায় অবস্থানরত দেশের প্রখ্যাত সংগীত শিল্পী কনক চাঁপা করোনা ভ্যাকসিন নিয়েছেন।
বুধবার (২৩জুন) তিনি আমেরিকায় ফাইজারের টিকা নেন। এতথ্য তিনি জানিয়েছেন তার ফেসবুক পেইজে।
তিনি লিখেছেন, আল্লাহ ভরসা। করোনার ভ্যাক্সিন নিলাম। ভ্যাক্সিন নিতে আমেরিকায় আসিনি। ভ্যাক্সিনের চেয়ে আল্লাহর রহমতের উপর আমার ভরসা। তারপরও সবাই বকে এতদিনেও ভ্যাক্সিন নিলাম না কেন। তাই ভাবলাম এসেছি যখন, আর পাওয়াও যাচ্ছে সহজে তাহলে নিয়েই নিই। আলহামদুল্লিলাহ।