শেরপুর ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আবারো ১৬ জন মারা গেছেন। মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১৬ জন। এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ২৩ দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪৫ জনে।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত এ ১৬ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৮ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন এবং বাকি একজন নেগেটিভ থাকার পরও মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীরই ৮ জন। চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁ নাটোরের দুজন করে চারজন এবং বাকি একজন অন্য জেলার বাসিন্দা। এদের মধ্যে ১১ জন পুরুষ এবং পাঁচজন নারী। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬০ জন এবং ছাড় পেয়েছেন ৪২ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১০। এদের মধ্যে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী।