শেরপুরনিউজ২৪ডটনেটঃ ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ। তাই চিরচেনা বাসের ভীড় নেই বগুড়ার শেরপুরের কোচ টার্মিনালে। সেখানে এখন মাইক্রোবাস আর কারের সমারোহ।
বুধবার (২৩ জুন) সকাল ৮টার দিকে শেরপুর শহরের খেজুরতলায় গিয়ে দেখা গেছে এই চিত্র।
এসময় দেখা যায়, ঢাকাগামী যাত্রীরা বাধ্য হয়ে কার ও মাইক্রোবাসে যাচ্ছেন গন্তব্যে। ভাড়া নেয়া হচ্ছে ১ হাজার টাকা থেকে ১৩শ টাকা পর্যন্ত। কাউন্টারগুলোতে কোচের পরিবর্তে বিক্রি করা হচ্ছে মাইক্রোবাসের টিকিট। তবে এসব পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।