শেরপুরনিউজ২৪ডট নেটঃ তৃতীয় নমুনা পরীক্ষায় বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) করোনা নেগেটিভ হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ আসে। এর আগে গত ২৯ মে নমুনা পরীক্ষার রিপোর্টে তিনি পজেটিভ হন। এর পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মওদুদ আদনান জানান, বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে ইউএনও স্যারের করোনা নেগেটিভ পাওয়া গেছে।
এছাড়া উপজেলায় বর্তমানে সাতজন করোনা পজেটিভ রোগী রয়েছে। সর্বমোট আক্রান্ত ৪৯৪ জন বলে তিনি জানান।