Home / দেশের খবর / দেশে করোনায় মৃত্যু আরও ৩৬, শনাক্ত ২,৫৩৭

দেশে করোনায় মৃত্যু আরও ৩৬, শনাক্ত ২,৫৩৭

শেরপুর ডেস্কঃ দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী। এ নিয়ে মোট মারা গেছে ১২ হাজার ৯৪৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

এছাড়া এই ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৩৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ১৭ হাজার ৮১৯ জন। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

Check Also

লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদনে ১০ বছরের জেল

শেরপুর ডেস্কঃ ভেজাল ও লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন করলে ১০ বছরের জেল বা ১০ লাখ …

Leave a Reply

Your email address will not be published.

4 × 4 =

Contact Us