Home / বগুড়ার খবর / শাহজাহানপুর / শাজাহানপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

শাজাহানপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

শেরপুর নিউজ২৪ডটনেটঃ ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুরে ট্রাকের চাপায় মো. ফল্টু মিয়া (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে মহাসড়কের উপজেলার সাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফল্টু মিয়া বগুড়া জেলার গাবতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, মোটর সাইকেল যোগে দক্ষিণ দিকে যাবার পথে পিছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ বগুড়া শজিমেক হাসপাতালে রয়েছে বলে তিনি জানান।

Check Also

শাজাহানপুরে শিশু সামিউলকে হত্যা করে সৎ বাবা ফজলুল

শেরপুর ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে স্ত্রীর তালাকের প্রতিশোধ নিতে শিশু সামিউল ইসলাম সাব্বির(১০) কে নৃশংসভাবে হত্যা …

Leave a Reply

Your email address will not be published.

12 − 4 =

Contact Us