Home / বগুড়ার খবর / বগুড়ায় জেলা প্রশাসকের সভা বর্জন উপজেলা চেয়ারম্যানদের

বগুড়ায় জেলা প্রশাসকের সভা বর্জন উপজেলা চেয়ারম্যানদের

শেরপুর নিউজ২৪ডট নেটঃ বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হকের সকল সভা বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন।

বুধবার (২৬ মে) দুপুরে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

এতে বলা হয়, বুধবার বগুড়া জেলা উপজেলা পরিষদ এসোসিয়শেনর এক সভা গাবতলী উপজেলা চেয়ারম্যান এবং সংগঠনের সভাপতি রফি নেওয়াজ খানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে নন্দীগ্রামের রণবাঘা হাট উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে ইজারা দেয়া এবং নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহার সাথে অসৌজন্যমুলক আচরণ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় এবং এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকের সকল সভা বর্জন করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বগুড়ার ১২ উপজেলা পরিষদের মধ্যে ৮ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ৭ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন বলে বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানিয়েছন।

 

Check Also

বগুড়ায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ১৩৪

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published.

eleven − 5 =

Contact Us