শেরপুর নিউজ২৪ডট নেটঃ বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করাসহ সঠিক নিয়মে নদী খননের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনয়েনর শহরাবাড়ী ঘাটে নোঙর বগুড়া জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নদী প্রাণ প্রকৃতি নিরাপত্তার সংগঠন নোঙর বাংলাদেশ এর বগুড়া জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তারা, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার আহ্বান জানান।