শেরপুর ডেস্ক: দেশীয় শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত। নব্বই দশক থেকে দর্শকদের মনে মুগ্ধতা ছড়িয়ে আসা এই অভিনেত্রী বিয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রতি বছর একবার করে হলেও দেশে আসেন তিনি। করোনার প্রকোপে এরমধ্যে না আসতে পারায় গত ৭ ডিসেম্বর ২ বছর পর দেশে এসেছেন নন্দিত এই অভিনেত্রী।
দেশে ফিরেই অংশ নিয়েছেন শুটিংয়ে। ফারিয়া হোসেনের রচনায় ‘মন কেমনের দিন’ নামের নাটকের শুটিং করেন তিনি। চয়নিকা চৌধুরী পরিচালিত এই নাটকটিতে রিচির সঙ্গে রয়েছেন আনিসুর রহমান মিলন ও সাবা।
গণমাধ্যমে রিচি সোলায়মান বলেন, দেশে ফিরে দাদা বাড়ি রংপুরে বেরাতে গিয়েছিলাম। এরপর ঢাকায় ফিরে শুটিংয়ে নিই। সময় সুযোগ করতে পারলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।
