শিক্ষা মন্ত্রণালয় ২৫ আগস্টের পরে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত প্রকাশ করবে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।
মাহবুব হোসেন বলেন, ”সিদ্ধান্ত কার্যকর করার কয়েক দিন আগে সাধারণত আমরা একটি ঘোষণা দিয়ে থাকি। শিক্ষা মন্ত্রনালয় থেকে ছাড়পত্র পাওয়ার পর আমরা পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখটি জানিয়ে দেব”
উচ্চ-মাধ্যমিক (এইচএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, পরীক্ষা শুরু হওয়ার দুই সপ্তাহ আগেই নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হবে।