শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ৬ দিন হলো নিখোঁজ হয়েছে শেরপুুরের টুনিপাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন খাদিজা খাতুন (২৫)।
তার পারিবারিক সুত্রে জানা গেছে, খাদিজা খাতুন গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কাউকে কিছু না বলে বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়।
এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর শেরপুর থানায় একটি জিডি (নং ১১৫৩) করেন তার মা উপিলা বেগম।
যদি কেউ তার সন্ধান পান তবে ০১৭৫৬ ০৮৮৯১৯ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
