এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে উপজেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল , মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, ধুনট আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিজাব উদ্দিন, সহকারি শিক্ষক আব্দুল হামিদ, আতিকুর রহমান কাজল প্রমুখ।