এম.এ রাশেদ ঃ “সত্য-মিথ্যে যাচাই আগে ইন্টারনেট শেয়ার পরে” এই স্লোগানে বগুড়ার ধুনটে ৩য়ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। বৃস্পতিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণ্যাঢ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোর্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসানুল হাসিব, উপজেলা সহকারি প্রোগ্রামার (আইসিটি) শামীম আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লা আল কাফি, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, গোলাম হোসেন সরকার, আজাহার পাইকার, সাইফুল ইসলাম, এমএ তারেক হেলাল ও হারুন-অর-রশিদ সেলিম প্রমুখ।