শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরের ধুনট মোড়ে একটি আবাসিক বালিকা মাদ্রাসার ৫ তলার ছাদ থেকে গভীর রাতে পড়ে গিয়ে জান্নাতি খাতুন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসী জানান, সোমবার রাত ১টার দিকে ওই ছাত্রী মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদে উঠে নামার চেষ্টা করে এসময় সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়।
আহত ছাত্রী ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার গার্মেন্টস কর্মী মিলন মিয়ার মেয়ে।
সকাল ১০টায় এ খবর লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির জ্ঞান এখনো ফেরেনি।
এদিকে মাদ্রাসাটির পরিচালক মামুনুর রশিদ জানান, মেয়েটি কয়েকদিন পুর্বেই মাদ্রাসায় এসেছে। কিভাবে যে এ ঘটনা ঘটলো তা এখন বলতে পারছি না।
