এম.এ রাশেদঃ বগুড়ার ধুনটে জিম কল ইন্টরন্যাশনাল স্কুলে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বগুড়া সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক শাহাদাৎ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিা ও গবেষণা ইন্সটিটিউট খেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। তিনি ধুনট সন্নিকটবর্তী চরকাদহ গ্রামের গাজিউর রহমান সরকারের দ্বিতীয় পুত্র।
তাঁর গবেষণার বিষয়ঃ ““PROBLEMS AND PROSPECTS OF VOCATIONAL EDUCATION :AN EMPRICL STUDY IN RAJSHAHI DIVISION, BANGLADESH”.
তার গবেষণা সুপারভাইজর ছিলেন প্রফেসর মোঃ নজরুল ইসলাম মন্ডল, চেয়ারম্যান, পপুলেশন সায়েন্স এন্ড এইচআরডি বিভাগের এবং কো-সুপারভাইজর, প্রফেসর ড. মোঃ আব্দুল হক, ফলিত গণিত বিভাগ, এবং প্রফেসর ড. আকতার বানু শিা ও গবেষণা ইন্সটিটিউট রাজশাহী বিশ্ববিদ্যালয়।
শাহাদাৎ হোসেনের পিএইচডি ডিগ্রি অর্জনে জিম কল ইন্টরন্যাশনাল স্কুলের প থেকে আন্তরিক অভিনন্দন ও তার সর্বাঙ্গীন উন্নতি কামনায় শুভেচ্ছা জানিয়েছেন জিম কল ইন্টরন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক এনামুল হক।