নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে নন্দীগ্রামে কৃষক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, কৃষক লীগ নেতা গোলাম মোস্তফা, সাজেদুর রহমান সুমন, রাকিবুল হাসান রকি, আব্দুর রশিদ, আবু বক্কর, শাহজাহান আলী, ফেরদৌস আলম ও মনির হোসেন প্রমুখ।
উক্ত প্রস্তুতি সভায় আগামী শনিবার বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে কৃষক লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
