এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনট উপজেলার ঝর্ণা খাতুন (১৭) নামের এক কিশোরির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, হারুন শেখ নামের জনৈক ব্যাক্তি ধুনট উপজেলার কালেপাড়া ইউনিয়নের সরুগ্রামের তুফানু আকন্দের মেয়ে সাহেরা খাতুনকে বিবাহ করে ঘর জামাই হিসেবে বসবাস করে। তাদের সংসারে ঝর্ণা নামের এক কন্যা সন্তানের জন্ম হয়। পরে স্বামী হারুন শেখ অন্যত্র বিবাহ করে গ্রাম ছেড়ে চলে যায়। সাহেরা খাতুন তার মেয়ে ঝর্ণা আকতার কে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করে। জীবন বাঁচানোর তাগিদে সাহেরা খাতুন বাবার বাড়ি ছেড়ে ঢাকার যাত্রাবাড়ী থানার সায়দাবাদ এলাকায় যায়। সেখানে বাসা ভাড়া নিয়ে মিরপুর এক পোষাক কারখানায় চাকুরী নেয়। দির্ঘদিন ধরে ঢাকাতেই মেয়েকে নিয়ে বসবাস করতে থাকে। সেখানে বসবাসরত অবস্থায় এ দূর্ঘটনার ঘটে।
সাহার খাতুন জানায়, চলতি নভেম্বার মাসের মাঝামাঝি সময়ে আমার মেয়ে ঝর্ণা খাতুন কেরোসিনের ষ্টোপ (চুলা) জ্বালিয়ে রান্না করতে যায়। রান্না করার সময় হঠাৎ ষ্টোপটি বিস্ফোরিত হয়ে ঝর্ণার শরীরের সামনের অংশ ও মুখ ঝলসে যায়। স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মৃত্যু বরণ করে ঝর্ণা খাতুন। পরে যাত্রাবাড়ি থানার সহযোগিতায় লাশ দাফনের জন্য সাহেরা খাতুনের বাবার বাড়িতে নিয়ে আসে বলেও জানান মৃতের মা সাহারা খাতুন। বুধবার জানাযাহ শেষে সরুগ্রামে তার লাশ দাফন করা হবে বলেও জানান তিনি।