শেরপুর নিউজ ২৪ ডট নেট ঃ ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় সোমবার ভোররাত ৪টার দিকে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানান, সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়া থেকে ঢাকাগামী কলা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এর মধ্যে বাসের হেলপারসহ গুরুতর আহত ৪ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাইওয়ে পুলিশের নন্দীগ্রামের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।
