নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টায় নন্দীগ্রাম স্থানীয় বাসষ্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন এর নেতৃত্বে ও নন্দীগ্রাম পৌরসভার সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম ভূমি অফিসের নাজির মোঃ শামীম আহম্মেদ, নন্দীগ্রাম পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, সার্ভেয়ার অসিম কুমার, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর এর সদস্যবৃন্দ, আনসার ভিডিপি’র কমান্ডার মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আরাফাত হোসেন বলেন, পরবর্তীতে কেউ যদি অবৈধ স্থাপনা করতে চায় তাহলে প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
