শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ফেরদৌস জামান মুকুল আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রশিদুল হাসান জানিয়েছেন।
গত সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার নির্বাচিত ৫ অভিভাবক সদস্য, দাতা সদস্য, ৩জন শিক্ষক প্রতিনিধির সভায় সভাপতি হিসাবে বিগত কমিটির সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফেরদৌস জামান মুকুলকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এতে প্রিজাইডিং অফিসার হিসাবে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শেখ মো. নজমুল হক উপস্থিত ছিলেন।
