শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী জহুরুল ইসলামের অফিস চলাকালীন সময়ে অফিস কে ঘুমানোর সচিত্র সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো. আশরাফ আলীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করায় তীব্র নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শেরপুর মডেল প্রেসক্লাবের নেতৃবন্দ।
বিবৃতিদাতারা হলেন- শেরপুর মডেল প্রেসকাবের সভাপতি সাকিল মাহমুদ শামীম, সহ সভাপতি আব্দুল হান্নান রোকন, সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, যুগ্ম সম্পাদক আবু রায়হান রানা, সাংগঠনিক সম্পাদক আশাদুজ্জামান আশা, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মমিনুল ইসলাম, নির্বাহী সদস্য শাহাদৎ হোসেন প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিককে হত্যার হুমকি দেবার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পেশাগত দায়িত্ব পালনে চরম অবহেলায় অভিযুক্ত ওই কর্মচারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
