শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, আগামী ৭ই ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে হবে। শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার বিকালে বগুড়ার শেরপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ অাসনের এমপি আলহাজ্ব হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন দুলু যুগ্ম সম্পাদক রাগিবুল আহসান রিপু,টি জামিন নিকেতা,মুঞ্জুরুল আলম মোহন,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু,শ্রম বিষয়ক সম্পাদক রুহুল মোমিন তারেক মাশরাফি হিরো, আওয়ামী লীগ নেতা মকবুল হোসন, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আব্দুল ওহাব, হান্নান জিন্নাহ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান হাবীব আম্বিয়ার সঞ্চালনায় কর্মীসভায় উপজেলা আওয়ামীলীগ,শহর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।