এম.এ রাশেদঃ ‘নিয়ম মেনে চালাবো গাড়ী নিরাপদে ফিরবো বাড়ী’ এ স্লোগানে বগুড়ার ধুনটে সড়ক পরিবহন আইন-২০১৮ মানতে আইন শৃঙ্খলা বাহিনী জনগনকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে। রবিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় ধুনট বাজারে সিএনজি ষ্ট্যান্ড, বাস ষ্ট্যান্ড, হুকুম আলী বাস ষ্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণের নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন।
এ সময় তিনি চালক ও হেলপারদের নির্ধারিত স্থানে গাড়ী থামানো, চলন্ত অবস্থায় গাড়ীর দরজা বন্ধ রাখা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী না চালানো, মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা, ড্রাইভিং লাইসেন্স, ইনসুরেন্স, গাড়ীর বৈধ কাগজাপত্র কাছে রাখা, গাড়ী চালানোর আগে অন্যান্য কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখে নেওয়া, মহাসড়কে দ্রুত গাড়ী না চালানো, ঘুম ভাব হলে গাড়ী না চালানো, মোবাইলে কথা বলা অবস্থায় গাড়ী না চালানোসহ বিভিন্ন বিষয়ে আইন মেনে চলার জন্য আহ্বান জানান।