শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে ৬ টি কেন্দ্রে সর্বমোট ১৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ৭৫ জন আর জেডিসি পরীক্ষায় ৭৭ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দেয়নি।
জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা) শেরপুর ডিজে হাইস্কুল কেন্দ্রে সর্বমোট ২ হাজার ২১জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন, মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ২৬০ জন পরীার্থীর মধ্যে ২৩ জন ও সীমাবাড়ী এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১হাজার ২শ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীায় শেরপুর শহীদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৪২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদরাসায় ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন ও ধুনকুন্ডি আয়েশা মওলাবক্স দাখিল মাদ্রাসায় ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, অনুপস্থিত হওয়া ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
