শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়ায় শুক্রবার বিকাল ৫টার দিকে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে মহাসড়কের মাঝিড়া চেকপোষ্টের সামনে দুইটি ট্রাকের সংঘর্ষ হলে ট্রাক চালক মানিকসহ তিনজন আহত হন।
এর মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে ট্রাক চালক মানিক মিয়া (৫০) মারা যান। নিহত মানিক মিয়া বগুড়া শহরের কাটনারপাড়ার আব্দুল হামিদের ছেলে।
