শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে বুধবার বিকালে প্রতিবেশীর ঘরে নিমর্মভাবে খুন হয়েছে দ্বিতীয় শ্রেনীর ছাত্র ৮ বছরের আশিকুর রহমান আশিক।
চাতাল ব্যবসায়ী বাবা মুঞ্জু মন্ডলের দুই মেয়ে আর এক ছেলের মধ্যে আশিক সবার ছোট। সে পড়াশোনা করতে ধড়মোকাম শিক্ষা পল্লী আদর্শ কেজি স্কুলে। সুন্দর ফুটফুটে দুরন্ত আশিকের পরনে ছিল ফুটবলের প্রিয় দল ব্রাজিলের জার্সি। সেই জার্সি গায়েই মৃত্যু হয় তার। কিন্তু কি ছিল তার অপরাধ? এই প্রশ্ন এলাকাবাসী সকলের।
এদিকে আশিক (৮) কে হত্যার অভিযোগে পুলিশ জেএসসি পরীক্ষার্থী সিয়ামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়ায় দ্বিতীয় শ্রেনীর ছাত্র আশিককে মাথায় পিটিয়ে হত্যা করে তার লাশ বস্তায় ভরে রাখে প্রতিবেশী সুরুজের বাড়িতে। এলাকাবাসী সন্ধ্যায় সুরুজের বাড়ির ভিতরের খাটের নিচ থেকে বস্তায় ভরে রাখা আশিকের লাশ উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ রাতেই সুরুজের ছেলে জেএসসি পরীক্ষার্থী সিয়াম ওরফে তুহিন (১৪) , তার ভাই সোহাগ (২৫), মা পারভীন ও বাবা সুরুজকে আটক করে।
হত্যার ঘটনায় শেরপুর থানায় নিহতের বাবা মুনজু মন্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর।
