শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে আশিক নামের ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। সে শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর যমুনা পাড়ার চাতাল ব্যবসায়ী মুনজু মিয়ার ছেলে।
শেরপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এক ব্যক্তি আশিককে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। তার মাথায় ও শরীরে আঘাতের দাগ রয়েছে।
নিহত আশিকের গায়ে ব্রাজিলের জার্সি ও পরনে ট্রাউজার ছিল। এলাকাবাসীর ধারণা তাকে হত্যার পর তার লাশ বস্তায় ভরে রাখা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সুরুজের শিশুপুত্রকে আটক করেছে বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, প্রাথমিক তদন্ত শেষে পরে বিস্তারিত জানানো হবে।
