এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ পালিত হয়েছে। শনিবার বেলা ১০ টায় ধুনট থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে র্যালী শেষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শফি, ইসলামিক ফাউন্ডেশনের ধুনট শাখার ফিল্ড সুপার ভাইজার মীর আরিফ, মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এ সভাপতি মোজাফ্ফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

Exif_JPEG_420