এম.এ রাশেদঃ বগুড়ার ধুনটে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার ৯টি স্কুল থেকে ৩জন করে শিক্ষার্থী নিয়ে ১টি দল গঠন করে। মোট ৯টি দলে ২৭জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশ নেয়। তার মধ্যে খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় ১ম স্থান, কালেরপাড়া উচ্চ বিদ্যালয় ২য় স্থান ও ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করেছে। এসয় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম জিন্নাহ, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রুকিয়া পারভিন, ধুনট সরকারি এন,ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে।
