বগুড়ায় আবারো এক ডাক্তারের ভুল চিকিৎসার অভিযোগে তাউহিদ হাসান ওরফে ইয়াবাবু(৯) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকার ডক্টরস ক্লিনিক-(ইউনিট-২) নামের একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্রে।
নিহত শিশুর বাবা ও তার পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার কারনে তার সন্তানের মৃত্যু হয়েছে ।
পুলিশ বলছে ,অভিযোগ পেলে এবং নিহতের সঠিক মৃত্যুর কারন সমপর্কে নিশ্চিত হলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসময় জনতার তোপের মুখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভিগীয় প্রধান (নাক কান ও গলা )ডাঃ সাঈদুজ্জামান ও ডাঃনিতাই চন্দ্রকে আটক করেছে পুলিশ।
নিহত তাউহিদ হাসান সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামের ফিরোজুল ইসলামের ছেলে । সে বর্তমানে শাহজাহানপুর এলাকার শাহীন একাডেমিতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ।