শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বুধবার দুপুরে প্রকাশিত নতুন করে এমপিওভুক্ত হতে যাওয়া প্রতিষ্ঠানের তালিকায় নাম রয়েছে বগুড়ার শেরপুরের কল্যাণী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এমপিওভুক্তির তালিকায় এইচএসসি (বিএম) শাখার তালিকায় ১৬৪ নম্বরে রয়েছে শেরপুরের কল্যাণী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের নাম।
কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক লিটন জানান, ২০০২ সালে স্থাপনের দীর্ঘ ১৭ বছর পর এমপিওভুক্তির সংবাদে কলেজের শিক কর্মচারী ও এলাকাবাসী অত্যন্ত খুশি।
এদিকে এমপিওভুক্তির তালিকা দশম শ্রেনী পর্যন্ত এমপিওভুক্তিতে নাম রয়েছে মহিপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের।
এছাড়া দাখিল মাদ্রাসা, আলিম মাদরাসা,কিংবা স্কুল ও কলেজের অন্য স্তরে কোন প্রতিষ্ঠানের নাম এখনো দেখা যায়নি।