শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামের সেনাবাহিনীর একজন কর্পোরাল নিহত হয়েছেন।
শনিবার রাত ৮ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
তিনি সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্য এবং বগুড়ার মাঝিড়া সেনানিবাস শাখা ডিজিএফআইএ কর্মরত ছিলেন। তিনি ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদান করেন।
জানা গেছে, রবিউল ইসলাম রাজবাড়ি জেলা সদরের ভাটকি গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। তিনি গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে মোটরসাইকেল যোগে বগুড়ায় কর্মস্থলে ফিরছিলেন। শনিবার রাত ৮টার দিকে মহাসড়কের সীমাবাড়ী ররোয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলসহ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যান। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, অজ্ঞাত যানবাহনটি বাস না ট্রাক তা জানা যায়নি। শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
