শেরপুর নিউজ ২৪ ডটনেটঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ ৫১পিস ইয়াবাসহ আসাদুজ্জামান বেলাল (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বেলাল শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে ও আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে জানা গেছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় বৃহস্পতিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
