শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরের আড়ংশাইলে ট্রাকের চাপায় বুধবার সন্ধ্যায় মোটর সাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারী উপজেলার বিশালপুর ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী আসমা খাতুন (৪৫) বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, শেরপুর থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে শেরপুর-জামাইল সড়কের আড়ংশাইলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী আসমা খাতুনের মৃত্যু হয়।
শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
