শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে মঙ্গলবার বিজয়ী দশমীর মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। সকাল ৯টা থেকে পুজামন্ডপগুলোতে শুরু হয় দশমী পুজা। এতে হিন্দু ধর্মাবলম্বী নর-নারীরা অংশ নেন। দুপুরের মধ্যে সমাপ্ত হয় মা দুর্গার পূজা।
বিকালে মন্ডপগুলোতে সিধুঁর খেলা আর প্রতিমা বির্সজনের মধ্যে দিয়েই উপজেলার ৮৬ টি মন্ডপে শান্তিপুর্ণভাবে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। করতোয়া নদীতে দেবীর বির্সজন দিয়ে ঘরে ফেরে সনাতন ধর্মী নারী-পুরুষ। দুর্গাপুজা উপল্েয শহরের বিভিন্ন পয়েন্টে সর্তক অবস্থানে ছিল আইনশৃংখলা বাহিনী।
