এম.এ রাশেদঃ বগুড়ার ধুনটে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এম.পি ফুলবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার গোসাইবাড়ী এ এ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গোসাইবাড়ী ফুটবল একাদশ আয়োজনে ফাইনাল ম্যাচে ধুনট উপজেলার ঈশ্বরঘাট দাদা ভাই ফুটবল একাদশ বনাম সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহন করে। ঈশ্বরঘাট ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চাম্পিয়ান শিরোপা জয়লাভ করে বোহাইল ইউনিয়ন ফুটবল একাদশ।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ পৃর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল সনি, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।
