শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ফেসবুকে আপত্তিকর পোষ্ট শেয়ার করায় বগুড়ার শেরপুরে মো. মতিউর রহমান মুন্না (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত মুন্না শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের আমইন গ্রামের আব্দুল মোমিনের ছেলে ও স্থানীয় একটি প্রাইভেট স্কুলের ইংরেজী শিক্ষক বলে জানা গেছে।
জানা গেছে, মতিউর রহমান মুন্না গত ৪ সেপ্টেম্বর রাতে তার নিজের ফেসবুক আইডিতে সনাতন (হিন্দু) ধর্ম সম্পর্কিত একটি আপত্তিকর পোষ্ট শেয়ার দেন। পরদিন ভোরে তা আবার ডিলিট করে দেন। এ নিয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি ফেসবুকে আরেকটি পোষ্ট দিয়ে অনাকাংখিত কাজের জন্য ক্ষমা চান।
এ নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ থানায় অভিযোগ করলে বুধবার পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর।
