এম.এ রাশেদঃ বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে ময়না খাতুন (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের রফিকুল খন্দকারের স্ত্রী। শনিবার সকাল সাড়ে ১০টায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সৃত্রে জানা যায়, গৃহবধু ময়না খাতুন কাপড় পরিষ্কার করে বাড়ির উঠানে জিয়া তারে শুকানোর জন্য দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে যায় প্রতিবেশি মৃত কসিম উদ্দিনের স্ত্রী ধলি বেওয়া। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের ২ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পথ্যিমধ্যে ময়না খাতুনের মৃত্যু হয়। ধলি বেওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেওয়ান মশিকুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত ২ জনের মধ্যে ময়না খাতুন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে এবং ধলি বেওয়া চিকিৎসাধীন রয়েছে।