এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ নিবার্চনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামি ১৪ অক্টোবর। গত ৭ ই আগষ্ট ওই আসনের ইউপি সদস্য মোজাম্মেল হক মৃত্যু রবন করায় আসনটি শুন্যে ঘোষনা করে উপজেলা নির্বাচন অফিস। গত ৪ তারিখে ওই শুন্য আসনে তফসিল ঘোষনা করলে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। প্রাথীরা হলেন উঃ কান্তনগর গ্রামের মৃত মোজাম্মেল হক প্রামানিকের ছেলে উজ্জল প্রাং, একই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আব্দুল বারিক, হাঁসখালী গ্রামের মৃত সোটকা প্রামানিকের ছেলে আব্দুল জলিল ও পূর্ব কান্তনগর গ্রামের মৃত অকবের প্রামানিকের ছেলে মোজাহার আলী প্রাং।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ বলেন, কালেরপাড়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃতুবরন করার কারনে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৪ তারিখে তফসিল ঘোষনা করা হয়েছে। ৪জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছে এবং যাছাই বাছাইয়ে সকলের মনোনয়ন বৈধ হয়েছে। ২২ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের পর প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং আগামি ১৪ অক্টোবর ওই আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।