শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে মিনি সিনেমা হল চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালণা কমিটির সভাপতি উপজেলা শিা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিশালপুর ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীর করে পার্শ্বেই মাঠের জায়গা দখল করে জনৈক কেফাত মিয়া ও ভৈরব চন্দ্র কিছুদিন পুর্বে দোকানঘর তৈরী করে তাতে টেলিভিশনের মাধ্যমে ডিশ লাইনের সিনেমা প্রচার করে। এতে স্কুল চলাকালে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের পরিচালনা কমিটির প থেকে বারবার তাদের নিষেধ করা স্বত্তে¡ও দোকান দুটি অপসারণ করেনি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক মেরিনা খাতুন জানান, বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশের স্বার্থে দোকান দুটি অপসারণ করা প্রয়োজন।
