আতিকুর হাসান সজীব,আদমদীঘি,বগুড়া| বগুড়ার আদমদীঘি সান্তাহার স্টেশন রোডে অবস্থিত বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে বগুড়ার ডিবি পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসার সাথে জড়িত থাকার কারনে নারী ও পুরুষসহ
১৩জনকে গ্রেফতার করেছে । বুধবার দুপুর ২ টার দিকে তিনটি আবাসিক হোটেলে দেহ ব্যবসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার কারনে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেন।
এসময় পলাশ আবাসিক হোটেল থেকে তানিয়া আক্তার (২১), রিতু (২১),জাহিদুল ইসলাম (৩২), বাবু (৩৫), আল-আমিন হোসেন (২৮) ও মুন আবাসিক হোটেল থেকে রিমা (২৫), তামান্না (২৪), ছাইফুল ইসলাম (৩৪) এবং মাসুসিতা আবাসিক হোটেল থেকে মুক্তা (২৩), সাথী (২২),নুরুল (৫০),শহিদ হোসেন (২২),নুরুল ইসলাম,(৫০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য; শহরের এসব অধিকাংশ হোটেলে দির্ঘদিন যাবৎ প্রকাশ্যে দেহব্যবসা চালিয়ে আসছিলো হোটেল মালিকরা। এব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরও অজ্ঞাত কারনে কোনো প্রদক্ষেপ গ্রহন করা হয়নি।
