এম.এ.রাশেদঃ বগুড়ার ধুনটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ্ব-১৭) এর জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/১৯ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী ডিগ্রী কলেজ মাঠ চত্বরে এ টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্্, ধুনট সরকারী এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, কলামিষ্ট মিন্টু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ। উল্লেখ্য ৩দিন ব্যাপী যথাক্রমে ১০,১১ ও ১২ সেপ্টেম্বার এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে উপজেলার নিমগাছী ইউনিয়ন বনাম মথুরাপুর ইউনিয়ন অংশ গ্রহন করে।