শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার দু’দিন পর সনজান আলী (৬০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার চৌমুহনী রাস্তার পাশের পাওগাছা গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। সনজান উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে জীবিকার সন্ধানে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সনজান। পরদিন বুধবার (২৮ আগস্ট) সারাদিন খোঁজাখুজির পরও পরিবারের লোকজন তার সন্ধান মেলাতে পারেনি। পরে ওইদিন রাতে তার ছেলে আব্দুর রাজ্জাক বিষয়টি জানিয়ে দুপচাঁচিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার সকালে পাওগাছা গ্রামের এক কৃষক জমিতে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া খোয়া যাওয়া ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।
