আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রায়গঞ্জের সেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের সাধারণ সম্পাদক বাংলাদেশ জীববৈচিত্র্য সংরণ ফেডারেশনের সদস্য পাখী সংরণে রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত মোঃ খোরশেদ আলম (৬৩) দুরারোগ্য প্রোস্টেড ক্যানাসারে আক্রান্ত।
তিনি বগুড়ার সন্ধানী জেনারেল হাসপাতালে পূরুষ ওয়ার্ডের ৬ নং বেডে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের (সার্জরী) প্রধান ্সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ রেজাউল করিমের চিকিৎসাধীন রয়েছেন। খোরশেদ আলমকে বাঁচাতে তার জরুরী ভিত্তিতে অপারেশনের প্রয়োজন।
এতে বিপুল পরিমাণ অর্থ দরকার যার সামর্থ তার নেই। ঐ মৃত্যু পথযাত্রীর অসহায় পরিবারের প থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নং- ০১৭১৮-৩২৯৪৮৭।