শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ায় কলেজ ছাত্র সাব্বির রহমান শাওনকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
এ সময় নিহত শাওনের মা সহ তার পরিবারের স্বজনেরাও উপস্থিত ছিলেন। নিহতের স্বজনেরা জানান, ঈদের আগের দিন জুতা কেনার উদ্দেশ্যে শহরের ঠনঠনিয়ার বাড়ি থেকে বের হন সদ্য এইচএসসি পাশ শাওন। ঈদের দিন দুপুরে তার লাশ পাওয়া যায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে বলে এলাকাবাসীর দাবী।
মানববন্ধনে মেধাবী কলেজ ছাত্র শাওনের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
