শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়া শেরপুরে এবার পানির দরে বিক্রি হয়েছে কোরবানির পশুর চামড়া। গরুর চামড়া ৩শ টাকা থেকে সর্বোচ্চ ৭শ টাকা এবং খাসির চামড়া ১০টা থেকে শুরু করে ৩০টাকায় এবার কেনাবেচা হয়েছে যা গতবছরের তুলনায় প্রায় অর্ধেক বলে জানিয়েছেন ক্রেতাবিক্রেতারা।
শেরপুর শহরের শান্তিনগর এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় ঈদের দিন দুপুর থেকে বসে কোরবানির পশুর চামড়ার বাজার। এসব বাজার থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে গুদামজাত করে প্রক্রিয়াকরণের মাধ্যমে তা পাঠানো হয় ঢাকার ট্যানারীতে।
ক্রেতারা জানিয়েছেন, গত বছর যে চামড়ার দাম ছিল ১ হাজার ৫শ টাকা এবার তা ৬শ থেকে ৭শ টাকা। আর খাসির চামড়ার চাহিদা না থাকায় তা সর্বনিন্ম দামে ক্রয় করা হচ্ছে।
একজন চামড়া ব্যবসায়ী জানান, আগে চামড়া বিদেশে রপ্তানী হতো। কিন্তু এখন চাহিদা কম হওয়ায় এবং ট্যানারী মালিকেরা আমাদের জিম্মি করে রাখায় চামড়ার ব্যবসা হচ্ছে না।
তাদের দাবী চামড়ার ব্যবসায় ধস নামায় অনেকে এই কেনা বেচার ব্যবসা বাদ দিয়েছেন।
বগুড়ার বিভিন্ন বাজারে গত বছরের তুলনায় অর্ধেক দামে চামড়া বিক্রি হতে দেখা গেছে। অনেক জায়গায় পশুর চামড়া বিক্রি না করে পুঁেত ফেলার খবরও পাওয়া গেছে।
Check Also
শেরপুরে গ্যাস ট্যাবলেট পানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় পরিবারের উপর অভিমান করে জিসান (২২) ও ফারজানা …