এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে অবসরপাপ্ত প্রধান শিক্ষক ও চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আফতাব হোসেন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি..রাজেউন)। বুধবার দুপুরে মসজিদে অবস্থানরত অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১১৭ বছর। তিনি ২ ছেলে, ৭ কণ্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি দক্ষিন ঝিনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের পিতা ও বড়ইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। সন্ধ্যা ৬টায় জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংবাদিক এম.এ রাশেদ, জিল্লুর রহমান শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।